রোনালদোর শততম গোল, পর্তুগালের টানা জয়

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৯, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন



রোনালদোর শততম গোল, পর্তুগালের টানা জয়

উয়েফা নেশন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর শততম গোলের ম্যাচে পর্তুগাল পেল টানা দ্বিতীয় জয়। গত রাতে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে সিআর সেভেন গোলের শতক ছোঁয়ার পর দ্বিতীয়ার্ধে করলেন আরেকটি চমৎকার গোল। 

সোলনায় মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করে পর্তুগাল।

ম্যাচের ৪৫ মিনিটে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করায় তার গোল সংখ্যা দাঁড়ায় ১০১। ১৬৫ ম্যাচ খেলে দারুণ এই কীর্তি গড়লেন জুভেন্টাস তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি।

একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স। পর্তুগাল ও ফ্রান্সের পয়েন্ট সমান ৬। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। সুইডেন ও ক্রোয়েশিয়ার অর্জন শূন্য।

এএন/০৩