গোলাপগঞ্জে করোনাক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৯, ২০২০
০৮:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে করোনাক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের বৃদ্ধ রুহুল মুরছালিন চৌধুরী (৭২) ও অপরজন উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাণীগ্রাম এলাকার বৃদ্ধা জুলেখা বেগম (৫২)। 

গতকাল মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর)  চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন বৃদ্ধ রুহুল মুরছালিন চৌধুরী।  তিনি সিলেট নগরের উপশহরে বসবাস করতেন । তিনি সাবেক (পিডিবি) কর্মকর্তা ছিলেন। গতকাল ৮ সেপ্টেম্বর বিকেলে তার জানাযা অনুষ্ঠিত হয়।  

অপরজন বৃদ্ধা জুলেখা বেগম (৫২) গতকাল ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বলেন, করোনায় মারা যাওয়া বৃদ্ধ রুহুল মুরছালিন চৌধুরী গত ৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন এবং বৃদ্ধা জুলেখা বেগম (৫২)  চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যু বরণ করেন।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন মোট ১৩ জন।

এফএম/বিএ-২১