সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০২০
১১:০৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
১১:৫৭ অপরাহ্ন
সিলেটে 'পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা' শীর্ষক একদিনের ওরিয়েন্টেশন আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এর পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প 'সূচনা কর্মসূচি' সাংবাদিকদের জন্য এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।
সাংবাদিকদের মাঝে বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা, সিলেট জেলার পুষ্টি সম্পর্কে ধারণা প্রদান ও এর উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. রাইসুল হক এবং পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন ইউনিসেফ এর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার সৈয়দ হক মিলকী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির। তারা দেশের পুষ্টি উন্নয়নে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করার পাশাপাশি নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
এএন/০৫