ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২০
১১:৩০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২০
১১:৩০ অপরাহ্ন
বেগমপুর-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে বিবিয়ানা প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম মাসুদ আহমদ এবং চাতলপাড়, রহমতপুর ও কালনিরচর এলাকাবাসীর উদ্যোগে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চাতলপাড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ওসমানীনগরের বেগমপুর থেকে জগন্নাথপুর সড়ক দিয়ে দুই উপজেলার লোকজন চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার লক্ষাধিক বাসিন্দা। শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের রহমতপুর, নুরপুর, লামা গাভুরটিকি, বেড়ারাই, চাতলপার, উত্তর কালনিরচর, দক্ষিণ কালনিরচরসহ জগন্নাথপুর উপজেলার প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। বর্তমানে সড়কটির বেহাল অবস্থায় এমন হয়েছে যে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে অবহেলিত এলাকার বাসিন্দাদের। সড়কের একাধিক স্থানে সৃষ্ট গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে। প্রবাসীসহ স্থানীয়দের সহযোগিতায় একাধিক সময়ে সংস্কারকাজ করা হলেও কয়েকদিনের মধ্যে গর্তগুলো আবারও পূর্বের আকার ধারণ করেছে। এলজিইডির তত্ত্বাবধানে চলতি বছরের প্রথমদিকে সংস্কারকাজ শুরু হলে একমাসের মধ্যে অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে সড়ক সংস্কারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পথসভায় বক্তব্য দেন, বিবিয়ানা প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম মাসুদ আহমদ, সাবেক ইউপি সদস্য আমর আলী, মো. মোশাহিদ আলী, মাওলানা শাহাদাত হোসেন কাজল, শেখ মো. জুয়েল আহমদ, শেখ মো. লালা মিয়া, হাফিজ রাজেল আহমদ, আব্দুল আজিজ, মো. জমসের আলী, আব্দুল মালিক, মো. মক্রম উল্যা, আনোয়ার আলী, মো. লালন আহমদ, মো. আজির উদ্দিন, হাসমত উল্লা মুসলিম মিয়া, জুয়েল আহমদ, আনতই মিয়া, মঈন উদ্দিন, মতিন মিয়া, শেখ নূর মিয়া, আফাজ উদ্দিন, শেখ রুয়েল আহমদ, গৌছ মিয়া, ইলিয়াস উদ্দিন, মসুদ আলী, আলী হোসেন, কাপ্তান মিয়া প্রমুখ।
ইউডি/আরআর-০২