গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
১২:০৭ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় পদায়ন পেয়ে সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, মনজুর আহমদ, বর্তমান অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, আলী হোসেন, সিলেটের হালচাল পত্রিকার সহ-সস্পাদক মমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিল্লোল রায় বলেন, ‘গোয়াইনঘাট থানায় যতদিন কাজ করেছি, সবসময় মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবাদানে কাজ করে গেছি। আমার এই পদোন্নতি গোয়াইনঘাটবাসীর জন্য গর্বের বিষয়। বিশেষ করে আমি দায়িত্বে থাকাকালীন গোয়াইনঘাটের সাংবাদিকরা থানা পুলিশকে তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। চলার পথে কখনও যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই ক্ষমার চোখে দেখার আহ্বান জানাচ্ছি।’
এমএম/আরআর-০৩