‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে হবে’

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২০
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন



‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে হবে’

প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে মানবসম্পদে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগী কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি)। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট নগরের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা বোঝা নয়, তারাও দেশের সম্পদ। ভালোভাবে পরিচর্যা ও সুযোগ পেলে তারাও বড় কিছু অর্জন করে আনতে পারে। তাই তাদেরকে মানবসম্পদে পরিণত করতে হবে। কেননা স্বাভাবিক শিক্ষার্থীদের মতো তাদের মাঝেও লুকায়িত আছে অনেক প্রতিভা।

এসময় তিনি প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পড়াশোনাসহ সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। পরে তিনি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে সাদাছড়ি তুলে দেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানেরও আশ্বাস প্রদান করেন তিনি।   

এসময় উপস্থিত ছিলেন জিডিএফ এর সভাপতি কবীর আহমদ, মহাসচিব নির্বাহী পরিচালক বায়জিদ খান, নির্বাহী সদস্য প্রমেশ দত্ত, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, হিসাব রক্ষক ফজলে এলাহী, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরসি-০৩