দোয়ারাবাজারে বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের দাবি

দোয়ারাবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ১০, ২০২০
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের দাবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সাব-স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আখড়া মার্কেটের সামনে দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দোয়ারাবাজারবাসী ছাতক বিদ্যুৎ অফিসের কাছে জিম্মি হয়ে আছি। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীর বৈরি আচরণে আমরা দোয়ারাবাসী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

বক্তারা আরও বলেন, ‘ছাতক বিদ্যুৎ অফিসে কর্মরত যারা রাতের ডিউটিতে থাকেন, তারা প্রত্যেক রাতে দোয়ারাবাজারের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দেন। দিনের ৮ থেকে ১০ ঘন্টা দোয়ারায় বিদ্যুৎ থাকে না। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানাচ্ছি। আমাদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের জায়গা নির্ধারণ করে রেখে গিয়েছিলেন। তিনি পরিবর্তনের সাথে সাথে ছাতক বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের যোগসাজসে দোয়ারাবাজার থেকে সেই স্থান পরিবর্তন করেছেন। আমরা দ্রুত সময়ের ভেতরে দোয়ারায় বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের দাবি জানাচ্ছি।’

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডা. গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের নেতা গুরুদাস দে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সফিকুল ইসলাম, ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের নেতা ছালিক মিয়া, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক এম এ মুতালেব ভূইয়া, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, রিংকু কুমার দেব, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, ফয়জুল করিম, সুমন রায়, সামীমুল ইসলাম শামীম, ফিরুজ মিয়া, সাবেক মিয়া, মুক্তার আলী, মিনাই, বিকাশ দাস, পরেশ দাস, সেলিম আহমদ বাচ্চু প্রমুখ।

 

এইচএইচ/আরআর-০৬