খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অঙ্গনে গোলের সেঞ্চুরিয়ান ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন জানালেন তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার পেলে। এমন রেকর্ড গড়ার পর থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন সিআর সেভেন ।
মঙ্গলবার রাতে ক্যারিয়ারের ১৬৫তম ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। তার আগে আন্তর্জাতিক ফুটবলে এই (১০০ বা তার বেশি গোল) কীর্তি ছিল কেবল আলি দাইয়ের। ১০৯ গোল করা ইরানের সাবেক এই ফরোয়ার্ডকে পেরিয়ে শীর্ষে উঠতে রোনালদোর চাই আর নয়টি গোল।
৯৯ গোল নিয়ে উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে নামা সিআর সেভেন সেঞ্চুরির স্বাদ নেন বিরতির ঠিক আগে। ২৫ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানান তিনি। ৭২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফের লক্ষ্যভেদ করায় তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০১টিতে।
বিশ্বের কোটি ভক্তের মতো রোনালদোর গোলের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন পেলে। জোড়া গোল করে ইতিহাস গড়ার সঙ্গে সঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড ছাপিয়ে গেছেন প্রত্যাশাকেও। এমন পারফরম্যান্সের যারপরনাই মুগ্ধ ব্রাজিলের কিংবদন্তি সাবেক তারকা।
তিনটি বিশ্বকাপজয়ী পেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম যে, আজ (মঙ্গলবার) আমরা ১০০তম গোল উদযাপন করতে যাচ্ছি। কিন্তু আসলে এটা ১০১ হয়েছে। অভিনন্দন রোনালদো, তোমার অভিযানে নতুন উচ্চতায় পৌঁছানোয়।’
এএন/০৭