নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন
‘আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা। তিনি আমৃত্যু দল ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। দলের সকল আন্দোলন-সংগ্রামে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। নেতাকর্মীদের মাঝে সমন্বয়, উৎসাহ-উদ্দীপনা ও ঐক্য সৃষ্টিতে তার অবদান ছিল অপরিসীম। ইতিহাসের পাতায় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আদর্শ ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবেন।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাদ আসর অনুষ্ঠিত মিলাদ মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা এ কথা বলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আমহদ কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এপতেয়ার হোসেন পিয়ার, সাবেক সদস্য লুৎফুর রহমান, শহিদুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, অধ্যক্ষ শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সমশের জামাল, মজির উদ্দিন, শাহ মুজিবুর রহমান ঝকন, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, শোয়েব আহমদ চৌধুরী, মুবশির আলী, সোহেল আহমদ সাহেল, তপন পাল, শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, তাঁতীলীগের সদস্য সচিব সুজন দেবনাথ প্রমুখ। মিলাদ মাহফিল শেষে শিরনি বিতরণ ও প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের কবর জিয়ারত করা হয়।
বিএ-০৪