ফেঞ্চুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:২৪ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের ২১ সদস্য ও কলেজ শাখা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বাহক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)  সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এ কমিটিগুলাের অনুমোদন দেন। কমিটিগুলোকে আগামী দুই মাসের মধ্যে আওতাধীন সকল ইউনিটের কমিটি গঠন ও কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট  আহ্বাহক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বাহক- মেহেদী হাসান রাফি, যুগ্ম আহ্বাহক- মাহফুজর রহমান শাওন, মিজানুর রহমান মিথুন, হাফিজুর  রহমান সায়মন, ফারহানুর রহমান, জাহেদুল হাসান চৌধুরী, সাহেদ আহমদ, সহিবুর রহমান নাহিদ, আলী আহমদ শিপু, শাহিন আহমদ। সদস্য সচিব-আল মারুক শাহজাহান, সদস্য- প্রসেঞ্জিত চক্রবর্তী পল্লব, সালমান হোসেন, কাওসারুল ইসলাম, আলী মো ইব্রাহিম, সাহেল আজিজ, হৃদয় হোসেন, রনি মিয়া, মো: হোসেন আহমদ, আব্দুল খালিক, জাহিদ আহমদ।

ফেঞ্চুগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বাহক-ওবায়দুর রহমান সজল, যুগ্ম আহ্বাহক - কাওছার আহমদ, পারভেছ আহমদ ফাহাদ উদ্দিন গাজী, রাসেদ আহমদ সনি, সাজিদুল ইসলাম ফাহিম, রাহাত খান, আজহার আহমদ খান, আজরফ আহমদ মাহি, শাহ আলম, বাবুল আহমদ। সদস্য সচিব- আদিল হোসেন সাকিব, সদস্য- সুমন আহমদ, সাব্বির হোসেন, আজিম উদ্দিন খান, জুয়েল মিয়া, মাহিদুল ইসলাম খান, সৈয়দ আবিদ, খাইরুল ইসলাম, আফজল আহমদ, সুমন মিয়া।

বিএ-১৫