সিলেটে আইনজীবীদের মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১০, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
১০:১৪ অপরাহ্ন



সিলেটে আইনজীবীদের মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত

সহকর্মী আইনজীবী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা শুনানিতে না নেওয়ায় তাৎক্ষণিক সভা করে সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে এই পরিস্থিতির উদ্ভব হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ। তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিক সভা করে আগামী রবিবার পর্যন্ত মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরবর্তী পদক্ষেপের জন্য আগামী সোমবার সমিতির সাধারণ সভা আহ্বান করা হয়েছে। 

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন আইনজীবী সালেহ আহমদ। আদালত শুনানি না নিয়ে ধার্য্য তারিখে শুনানি হবে জানিয়ে আবেদনটি ফেরত দেন। এ সময় উপস্থিত সিনিয়র আইনজীবীরা অনুরোধ জানালেও আদালত নিজ সিদ্ধান্তে অটল থাকেন। এর প্রতিবাদে আইনজীবীরা সমিতি অফিসে এসে তাৎক্ষণিক সভা করে আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমিউল আলম, আব্দুল গফুর, সারোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ। অ্যাডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার সঞ্চালনায় সভায় শতাধিক সিনিয়র জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। 

 

এএফ/০২