তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২০
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
১০:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৯-এস এর নিকট উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান থেকে ১ লাখ ৬৮ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ২ লাখ ৮৫ হাজার ৬শ টাকা।
আটকের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ/আরআর-০১