ইউএস ওপেনের সেমিতে সেরেনা-ওয়াসাকা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০
০৭:৪৫ অপরাহ্ন



ইউএস ওপেনের সেমিতে সেরেনা-ওয়াসাকা

ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতে আর দুই ম্যাচ দুরে সেরেনা। শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তার প্রতিপক্ষ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। 

গত রাতে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার সভেতনা পিরনকোভাকে ২-১ সেটে হারিয়েছেন তৃতীয় বাছাই সেরেনা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ৩৮ বছর বয়সী তারকা প্রথম সেটে হেরে যান ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে সমতায় ফেরার পর তৃতীয় সেটে পিরনকোভাকে ৬-২ গেমে হারিয়ে শেষ চারে পা রেখেছেন তিনি।

সেমিতে সেরেনা মোকাবিলা করবেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর টেনিস তারকা আজারেঙ্কাকে। তিনি কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হারিয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। মাত্র ৭৩ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-০ গেমের সহজ জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন। এর আগে ২২ ম্যাচে মুখোমুখি হয়ে সেরেনা ১৮টি ও আজারেঙ্কা ৪টিতে জয় পান।ইউএস ওপেনের ফাইনালে দুইবার মুখোমুখি হয়ে দুবারই জয়ী সেরেনা।

অপরদিকে, ইউএস ওপেনের ফাইনালে খেলা নিশ্চিত করেছেন জাপানী তারকা নাওমি ওয়াসাকা।

এএন/০১