ছাতকে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



ছাতকে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন করার সময় টিলা ধসে মাটিচাপায় আব্দুল মালিক (২৬) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত আব্দুল মালিক ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রহিমের পুত্র। 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে আকদ্দুছ আলীর গর্তে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছিল। একপর্যায়ে টিলার মাটি ধসে পড়লে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মালিক। পরে তার স্বজন ও সহকর্মীরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় লোকজন জানান, উপজেলায় প্রতিবছরই টিলা কেটে পাথর উত্তোলন করার সময় মাটিচাপায় শ্রমিকদের মৃত্যু ঘটছে।

ছাতক থানার ওসি (তদন্ত) মইনউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এমএ/আরআর-০৭