সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন
দৈনিক আমাদের সময় ও জালালাবাদ পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এখলাছুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ইমো একাউন্ট খুলে বিভিন্নজনের কাছে টাকা দাবি করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ওই প্রতারক সাংবাদিক এখলাছুর রহমানের পরিচিত জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজনের কাছে ম্যাসেজ পাঠিয়ে ভাগ্নি অসুস্থ উল্লেখ করে ০১৮৮৯-৫৭৪০৮৯ নম্বরে বিকাশের মাধ্যমে ৬ হাজার ১২০ টাকা পাঠানোর কথা বলে। বিষয়টি তখন অনেকে এখলাছুর রহমানের কাছে জানালে তিনি টাকা না দিতে সকলের কাছে অনুরোধ জানান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এখলাছুর রহমান (ডায়েরি নং- ৪৫২, তারিখ- ১০/০৯/২০)। জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতারককে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, প্রযুক্তির মাধ্যমে প্রতারককে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওএফ/আরআর-০৯