গোলাপগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ৫২ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর লক্ষনাবন্দ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩৮), মৃত আব্দুল মন্নানের ছেলে জুবায়ের আহমদ (২৫) ও নিজ ফুলসাইন্দ গ্রামের মুকিত আলীর ছেলে জালাল উদ্দিন মুনিম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লক্ষনাবন্দ উত্তরগাঁও গ্রামে আলতাফ হোসেনের মুদি দোকানে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় চলছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-০৬) দায়ের করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এফএম/আরআর-১৩