অবশেষে এএফসি কাপ বাতিল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৩:০৭ পূর্বাহ্ন



অবশেষে এএফসি কাপ বাতিল

করোনাভাইরাসের কারণে অবশেষে বাতিলই হয়ে গেল এএফসি কাপের এবারের আসর। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

করোনার থাবায় অন্য সব প্রতিযোগিতার মতো এএফসি কাপও স্থগিত হয়ে পড়েছিল গত মার্চে। আগামী অক্টোবরে পুনরায় শুরু হওয়ার কথা ছিল প্রতিযোগীতাটি। মলাদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে 'ই' গ্রুপের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না।

টুর্নামেন্ট বিষয়ে আজ ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন এএফসির কর্মকর্তারা। সেখানেই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার মধ্যে অবশ্য অনেক আগেই ফুটবল মাঠে ফিরেছে। কিন্তু ভাইরাসটির কারণে বেশ কয়েক মাস ফুটবল স্থবির থাকাতে প্রতিটা দলেরই অনেক ম্যাচ স্থগিত হয়ে পড়েছে। এসব ভেবেই মূলত এএফসি কাপের এবারের আসরটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এই সিদ্ধান্তে বসুন্ধরা কিংসের এএফসি যাত্রা হঠাৎ থেকে গেল। ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা বাংলাদেশ থেকে এএফসি কাপে খেলছিল। 'ই' গ্রুপে খেলছিল বাংলাদেশের ক্লাবটি। পুনরায় কাপ শুরুর লক্ষ্যে সপ্তাহ খানেক আগে ক্যাম্পও শুরু করেছে তারা। বসুন্ধরার সেই প্রচেষ্টা হঠাৎ-ই ভেস্তে গেল।

এএন/০৪