নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:০৫ পূর্বাহ্ন
বিভিন্ন অভিযোগে সিলেট নগরের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টায় সিলেট নগরের সুবিদবাজার এবং আম্বরখানা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
অভিযানে আমদানিকারকের স্টিকার না থাকায় আম্বরখানার আর্কেডিয়া বুক এন্ড সন্সকে ৮ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য মেট শেফকে ৫ হাজার টাকা, ফেরদৌসি কেক এন্ড সুইটকে ৩ হাজার টাকা, সুবিদবাজারে রাঁধুনী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও আফজাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নগরের সুবিদবাজার এবং আম্বরখানায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন। অভিযানে সহায়তা করে এপিবিএন এর একটি টিম।
বিএ-০৪