নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু সবসময় কৃষকের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কৃষি নির্ভর বাংলাদেশের আয়ের সিংহভাগই আসতো কৃষিখাত থেকে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের স্বপ্ন পূরণের জন্য কাজ করেছেন। তিনি সবসময় কৃষক ও খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। কৃষকের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই তিনি স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব তৎকালিন প্রেক্ষাপট ও বর্তমান বাংলাদেশ’ শিরোনামে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। তিনি যে সবুজ বিপ্লবের পরিকল্পনা করেছিলেন, তার সুফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে।’
আলোচনার সভায় বিশেষ অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য একুশে পদকপ্রাপ্ত ড. শামসুল আলম। সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বিএ-০৫