ওসমানীনগরে মহাসড়ক পরিচ্ছন্ন অভিযানে ইয়াং স্টার বয়েজ ক্লাব

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
০৭:৫৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে মহাসড়ক পরিচ্ছন্ন অভিযানে ইয়াং স্টার বয়েজ ক্লাব

ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে ঝোপ ঝাড় পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ইয়াং স্টার বয়েজ ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানার সামন থেকে তাজপুর-কদমতলা বাজার এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহা সড়কের দুপাশে থাকা ঝোপ ঝাড় পরিষ্কার পরিছন্ন অভিযান পরিচালনা করতে দেখা যায় সংগঠনের সদস্যদের। 

ক্লাবের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ ক্লাবের সদস্যরা সকাল থেকে মহাসড়কের দু-পাশে থাকা ঝোপ ঝাড় পরিষ্কার শুরু করলে তাদের ব্যতিক্রমী কাজে কাজে সহায়তা করেন ওসমানীনগর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রাও।

এ সময় সংগঠনের কার্যকরী সিনিয়র সদস্য, রুহেন আহমদ চৌধুরী, মুক্তার আহমদ, লিটু মিয়া, জাহাঙ্গীর আহমদ, জুয়েল আহমদ, শাহজাহান চৌধুরী বলেন, আমাদের ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি।এরই ধারাবাহিকতায় আমরা ওসমানীনগর থানার সম্মুখ থেকে তাজপুর-কদমতলা বাজার এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছি। আগামীতে এর পরিধি আরো বাড়বে। আমাদের এই কাজে সার্বিক ভাবে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন ওসমানীনগর থানা অফিসার ইনচার্জসহ   থানায় কর্মরত পুলিশ সদস্যরা। ইয়াং স্টার বয়েজ ক্লাবের সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা আমাদের সাধ্যমতো সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছি। মহাসড়কের দুই পাশে যে আবর্জনার স্তপ থাকায় সাধারণ জনগনের স্বাস্থ্য ঝুঁকিসহ দুর্ঘটনার ঘটছে। 

উল্লেখ্য,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমাজের সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে সিলেটের ওসমানীনগরের ইয়াং ষ্টার বয়েজ ক্লাব নামক স্বেচ্ছাসেবী সংগঠন।মানবিকতার প্রতি উৎস্বর্গকৃত মানব জীবনের প্রতিশ্রুতিই হচ্ছে সংগঠনের মূলমন্ত্র। এরই ধারাবাহিকতায় মানবিক চেতনাবোধ থেকে স্বেচ্চা শ্রমে রাস্তাঘাট মেরামতসহ সমাজ উন্নয়নে কাজ করে গিয়ে ইতিমধ্যে সামাজিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ইয়াং ষ্টার বয়েজ ক্লাব।

ইউডি/বিএ-০৮