জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে 'আত্মহত্যা' করেছেন মছকুর মিয়া (৩৭) নামের এক ব্যক্তি। তিনি পইলভাগ গ্রামের মাহমুদ আলীর ছেলে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মছকুর মিয়া।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর সরকার বলেন, 'খবর পেয়ে আজ (শুক্রবার) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
তিনি জানান, মছকুর মিয়া দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
এএ/আরআর-০৯