হারে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৩:১৭ পূর্বাহ্ন



হারে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির

হার দিয়ে নতুন মৌসুমের শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে কাল লেঁসের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বায়ার্নের বিপক্ষে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি পিএসজির। তবে গত মৌসুমটা দারুণই কেটেছে ফরাসি ক্লাবটির। করোনাভাইরাসের কারণে গত মৌসুম শেষ হয়েছে অনেক পরে। ফলে গত মৌসুমের শেষ এবং এবারের মৌসুম শুরুর মধ্যে বিরতি ছিল মাত্র দুই সপ্তাহ। নিজেদের চাঙ্গা করতে এই সময়টাতে স্পেনের ইজিবা দ্বীপে ঘুরতে গিয়েছিলেন নেইমার, ডি মারিয়া, কেইলর নাভাসসহ পিএসজির বেশ কয়েকজন তারকা ফুটবলার। সেখান থেকে ফেরার পরই শুনতে হয়েছে দুঃসংবাদ। নেইমার, ডি মারিয়া, নাভাস, কিলিয়ান এমবাপেসহ পিএসজির সাত ফুটবলার করোনায় আক্রান্ত হয়ে পড়েন।

আক্রান্তদের সবাই এখনো কোয়ারেন্টাইনেই আছেন। এক সঙ্গে দলটির এতো ফুটবলার ভাইরাসটিতে আক্রান্ত হওয়াতে লেঁসের বিপক্ষে ম্যাচটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। 

নেইমার, এমবাপে, ডি মরিয়াদের অনুপস্থিতির চিত্রই পাওয়া গেল ম্যাচ শেষে।

এএন/০৬