নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস লিকেজের প্রমাণ পেয়েছে সিআইডি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৩৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
০৭:৩৮ অপরাহ্ন



নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস লিকেজের প্রমাণ পেয়েছে সিআইডি

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো শ‌নিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। পরিদর্শন শেষে গ্যাস লিকেজের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

ঘটনাস্থল প‌রিদর্শন করে তিনি সাংবা‌দিকদের জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দেন।

মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে শনিবার পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

বিএ-১৯