সুনামগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২০
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
১১:৩৫ অপরাহ্ন



সুনামগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য আজ শনিবার (১২ সেপ্টেম্বর) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পৌর শহরের কালীবাড়ি এলাকায় এই ভবন নির্মাণের জন্য জায়গা দিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। পৌরসভার মেয়র নাদের বখতের অনুমতি নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার বিকেলে এই ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু ও আবদুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক এনাম আহমেদ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাসান শাহীন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক একাত্তরের কথা'র জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ আর জুয়েল, চ্যানেল এস'র প্রতিনিধি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি প্রেসক্লাব সদস্য আব্দুস শহীদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সংবাদকর্মী মো. রাজু আহমেদ, সাপ্তাহিক একতা'র জেলা প্রতিনিধি আসাদ মনি, বায়ান্ন টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সুনামগঞ্জ ভিউ টোয়েন্টিফোরের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, সমাজকর্মী ইকবাল আহমেদ প্রমুখ। 

 

এসএস/আরআর-০৩