মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৩:০১ পূর্বাহ্ন



মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে 'মিথ্যা চাঁদাবাজির' মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী জানান, উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিলাগাঁও গ্রামের মৃত ইছাক আলীর পুত্র ফরহাদ আলম ও গংদের বিরুদ্ধে তহুর আলীর পুত্র এডভোকেট ফজলুল হক গত ৩১ আগস্ট সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী এই মানববন্ধন করেছেন।

তারা বলেন, গত ২৮ আগস্ট সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে কোনো ধরণের চাঁদাবাজির ঘটনা ঘটেনি। ফরহাদ আলম ও এডভোকেট ফজলুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণে এডভোকেট ফজলুল হক মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের করে ফরহাদ আলম ও তার পক্ষের লোকদের অযথা হয়রানি করছেন। বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী মিলে প্রায় দেড় শতাধিক লোকের স্বাক্ষরিত পত্রে এবং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ ও লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হকের দেওয়া পৃথক পৃথক প্রত্যয়নপত্রে উক্ত চাঁদাবাজির মামলায় যাদেরকে জড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলা হয়েছে।

মানববন্ধনে ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী জানান, শিগগির ওই মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

 

এইচএইচ/আরআর-১২