অধিনায়কত্বের হ্যাটট্রিক লিওনেল মেসির

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:২৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৭:২৯ পূর্বাহ্ন



অধিনায়কত্বের হ্যাটট্রিক লিওনেল মেসির

খেলার মাঠের বাইরে অন্যরকম এক হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। সতীর্থদের ভোটে তিনি টানা তৃতীয়বার বার্সেলোনার অধিনায়ক হলেন। কদিন আগেই যিনি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন তার হাতেই ২০২০-২১ মৌসুমের নেতৃত্বের দায়িত্ব দিলেস দলের খেলোয়াড়রা। মেসির সঙ্গে টানা তৃতীয়বার কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্জিও বুসকেটস। 

২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার পর থেকেই নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেসি। গত মৌসুমের মতোই অধিনায় হওয়ার লড়াইয়ে থাকা চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্ড পিকে ও সের্জিও রবের্তো।

গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে চুক্তির ওই ধারা কার্যকরের মেয়াদ গত ১০ জুন ফুরিয়েছে উল্লেখ করে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের দাবিতে অনড় ছিল বার্সেলোনা। পরে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে থাকতে হয় সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। 

এএন/০৬