ইউএস ওপেনে চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২০
১১:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২০
১১:৪৫ অপরাহ্ন



ইউএস ওপেনে চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

ইউএস ওপেনে মহিলা্ এককে চ্যাম্পিয়ন হয়েছে জাপান কন্যা নাওমি ওসাকা। গত রাতে নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে বেলারুশ কন্যা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতেন ওসাকা। 

২০১৩ সালের পর প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও শিরোপা জয় করতে ব্যর্থ আজারেঙ্কা। যদিও ফাইনালে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কাকে ফেভারিট ধরা হয়েছিল।

এএন/০৭