খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২০
০৯:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৯:১৯ পূর্বাহ্ন
বিয়ে করলেন কারাতে স্বর্ণজয়ী দুই তারকা। আগেই গুঞ্জন ছিল শিক্ষককে বিয়ে করতে যাচ্ছেন হোমায়রা। হোসেন খান মুনের কাছেই হোমায়রার কারাতে হাতেখড়ি। খেলাধুলা নিয়ে দুজনের চিন্তা ও লক্ষ্য একই। বোঝাপড়া থেকেই প্রেমের সম্পর্ক। দীর্ঘদিনের সম্পর্ককে উভয় পরিবারের সম্মতিতে পরিণয়ে রূপ দিলেন তারা। কারাতে জগতের সদস্য হোসেন খান মুনকে বিয়ে করলেন ২০১৯ নেপাল এসএ গেমসে স্বর্ণজয়ী হোমায়রা। তাঁর বর মুন নিজেও ২০১০ সালের এসএ গেমসে বাংলাদেশকে পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেন।
গত ১১ সেপ্টেম্বর ছোট পরিসরে কয়েকজনকে নিয়ে বিয়ের কাজ সেরেছেন কারাতে জগতের এ দুই সদস্য। করোনার প্রকোপ কমলে নভেম্বর-ডিসেম্বরে বড় করে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মুন-হোমায়রা জুটি।
উল্লেখ্য, ২০১৯ এসএ গেমসে তিনটি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই পদক জয় করেন হোমায়রা। হোমায়রা মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ, কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজিতে স্বর্ণ ও দলগত কুমিতে রুপা জিতেন।
এএন/০৮