বাফুফে নির্বাচনে ২১ পদে ভোটযুদ্ধে ৪৭ জন

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৩, ২০২০
০৮:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২০
০৮:১০ অপরাহ্ন



বাফুফে নির্বাচনে ২১ পদে ভোটযুদ্ধে ৪৭ জন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৪৯ জন প্রার্থীর মধ্যে দু’জন প্রার্থী নাম প্রত্যাহার করায় ২১ পদে ভোটযুদ্ধে রয়েছেন ৪৭জন। তালিকার সঙ্গে  প্রার্থীদের ব্যালটও প্রদান করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট প্রদান করেছে নির্বাচন কমিশন। এসময় উপস্থিত ছিলেন কমিশনের প্রধান কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন, কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী, মোতাহার হোসেইন সাজু ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

ব্যালট নাম্বার ও চূড়ান্ত প্রার্থী তালিকা

সভাপতি প্রার্থী- (১) কাজী মো. সালাহ উদ্দীন, (২) বাদল রায়, (৩) মো. শফিকুল ইসলাম মানিক।

সিনিয়র সহ-সভাপতি প্রার্থী- (১) আব্দুস সালাম মুর্শেদী ও (২) শেখ মো. আসলাম।

সহ সভাপতি প্রার্থী- (১) আমীরুল ইসলাম (বাবু), (২) এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (রেদুয়ান), (৩) কাজী নাবিল আহমেদ (এমপি), (৪) তাবিথ আউয়াল, (৫) মহিউদ্দিন আহমেদ, (৬) মো. আতাউর রহমান ভুইয়া (মানিক), (৭) মো. ইমরুল হাসান ও (৮) শেখ মুহম্মদ মারুফ হাসান।

সদস্য- (১) অমিত খান শুভ্র, (২) আ, ন, ম, আমিনুল হক মামুন, (৩) আব্দুল ওয়াদুদ পিন্টু, (৪) আসাদুজ্জামান মিঠু, (৫) ইমতিয়াজ হামিদ (সবুজ), (৬) কামরুল হাসান হিলটন, (৭) জাকির হোসেন চৌধুরী, (৮) টিপু সুলতান, (৯) বিজন বড়ুয়া, (১০) মনজুরুল আহসান, (১১) মহিদুর রহমান (মিরাজ), (১২) মাহফুজা আক্তার (কিরন), (১৩) মিজানুর রহমান, (১৪) মোহাম্মদ সাব্বির হোসেন, (১৫) মো. আমের খান, (১৬) মো. আরিফ হোসেন (মুন), (১৭) মো: ইকবাল হোসেন, (১৮) মো. ইমতিয়াজ সুলতান জনি, (১৯) মো: ইলিয়াছ হোসেন, (২০) মো. নুরুল ইসলাম (নূরু), (২১) মো. ফজলুর রহমান বাবুল, (২২) মো. মাহি উদ্দিন আহমদ (সেলিম), (২৩) মো. সাইফুর রহমান মনি, (২৪) মো. সাইফুল ইসলাম, (২৫) মো. রফিক, (২৬) মো. রায়হান কবির (নোমি নোমান), (২৭) মো. শওকত আলী খান (জাহাঙ্গীর), (২৮) মো. হাসানুজ্জামান খান, (২৯) শাকিল মাহমুদ চৌধুরী, (৩০) সত্যজিৎ দাশ রুপু, (৩১) সাখাওয়াত হোসেন ভুঞাঁ (শাহীন), (৩২) সৈয়দ মোস্তাক আলী মুকুল, (৩৩) সৈয়দ রিয়াজুল করিম ও (৩৪) হারুনুর রশীদ।

এএন/১০