আসছে জগন্নাথপুর ছাত্রদলের কমিটি, পদ পেতে চলছে লবিং

আলী আহমদ, জগন্নাথপুর


সেপ্টেম্বর ১৪, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
১২:২০ পূর্বাহ্ন



আসছে জগন্নাথপুর ছাত্রদলের কমিটি, পদ পেতে চলছে লবিং

দীর্ঘ ১৯ বছর পর হতে যাওয়া সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি গঠনকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। কমিটিতে দায়িত্বশীল পদে স্থান পেতে জোর লবিং চলছে। জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় হাসপাতাল পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিনিধি দলের একটি সভা হয়েছে। শোনা যাচ্ছে, যেকোনো মুহূর্তে কমিটি ঘোষণা হতে পারে। সে লক্ষ্যে পদ-পদবি পেতে মরিয়া হয়ে উঠেছেন নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা জানান, ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ২০০৫ সালের দিকে ছাত্রদল সভাপতি রাজ আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে ছড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদের দায়িত্বে রয়েছেন। ওই কমিটির ছাত্রদলের সবাই বর্তমানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সস্পৃক্ত রয়েছেন। এর মধ্যে অনেক নেতাকর্মী যুক্তরাজ্য, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন।

এদিকে পৌরসভা, কলেজ ও উপজেলার সবক'টি ইউনিয়ন ছাত্রদলের কমিটিও অনেক বছর ধরে নেই। সম্প্রতি ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার ও সাধারণ সম্পাদক কবির আহমদ বলয়ের মধ্যে ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- মামুনুর রশিদ, জুনাইদ আহমদ ও জাবির আহমদ। সাধারণ সম্পাদক পদের জন্য জয়নুল আহমদ ও ইমানুল হক মাঠে রয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তারের বলয় থেকে ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীরা হলেন- আল আমিন, সাইফুল ইসলাম জাবেদ ও জাহিরুল  ইসলাম রুবেল। আর সাধারণ সম্পাদক পদের জন্য শোনা যাচ্ছে জাবির আহমদ চৌধুরী. সাইফুল ইসলাম খান ও জুবেদ হোসাইনের নাম।

উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ বলেন, 'দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে ছাত্রদলের কোনো কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ব্যাহত হলেও মাঠে বিএনপির পাশে থেকে সরকারবিরোধী সকল কর্মসূচিতে কাজ করে আসছি। আশা করছি গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে দ্রুত কমিটি ঘোষণা করা হবে।'

যুক্তরাজ্য বিএনপির আব্দুস সাত্তার বলয় থেকে সভাপতি পদপ্রার্থী আল আমিন বলেন, 'প্রায় ১৯ বছর ধরে কমিটি নেই। সাংগঠনিক কার্যক্রম বাড়াতে দ্রুত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।'

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মুমিত ইসলাম বলেন, 'জগন্নাথপুরের ছাত্রদলের কমিটি গঠনের প্রস্তুতি চলছে। এ মাসেই কমিটি দেওয়া হবে।'

 

এএ/আরআর-০৪