খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর জুভেন্টাস যাত্রা শুরু হয়েছে। গতকাল ইতালির তৃতীয় বিভাগের দল নোভারার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জুভেন্টাস ডাগআউটে অভিষেক হয় পিরলোর। প্রীতি ম্যাচে জুভেন্টাস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নোভারাকে। পিরলোর শুরুটা রাঙিয়ে দিয়েছেন রোনালদো। দলের প্রথম গোলটিই ৩৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের।
ম্যাচের ২০ মিনিটেই রোনালদোর গোল। পর্তুগিজ ফরোয়ার্ডের ডান পায়ের শট ডান দিকে ঝাঁপিয়েও ঠেকানোর সাধ্য ছিল না নোভারা গোলকিপারের। অন্যদের পরখ করে দেখতে ৪৫ মিনিটের পর রোনালদোকে তুলে নেন পিরলো। এছাড়াও দলের হয়ে জোড়া গোল করেন যুবদলের মানোলো পোর্তানোভা, একটি করে গোল করেন অ্যারন রামসি ও মার্কো পিয়াকা।
প্রথম ম্যাচেই এমন জয়ে পিরলো স্বাভাবিকভাবেই খুশি। রোনালদোকে নিয়ে পিরলোর তৃপ্তি, ‘রোনালদো (শারীরিকভাবে) একেবারে ঠিক আছে। সেটা আজ আর এর আগে জাতীয় দলে ও দেখিয়েছে। (এক দল থেকে আরেক দলে) কী সহজে ঢুকে যায় ও!’
এএন/০১