ছাতকে পাবলিক লাইব্রেরির দাবিতে সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি


সেপ্টেম্বর ১৪, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০৬:০০ অপরাহ্ন



ছাতকে পাবলিক লাইব্রেরির দাবিতে সভা অনুষ্ঠিত

ছাতকে পাবলিক লাইব্রেরি স্থাপনের দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাতক প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমাজকর্মী জাহাঙ্গীর নোমানের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক তমাল পোদ্দার, সদরুল আমিন প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শিল্পনগরী ছাতকে পাবলিক লাইব্রেরি না থাকায় অবসর সময়ের মনের খোরাক বই পড়া থেকে বঞ্চিত হয়ে বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়েই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুকে যাচ্ছে। আবার কেউ কেউ মাদকাসক্তও হয়ে পড়ছে। তাই দ্রুত লাইব্রেরি স্থাপনের দাবি জানান তারা। 

তারা আরও বলেন, বহুমুখী শিক্ষার একমাত্র উন্মোক্ত মাধ্যম হচ্ছে লাইব্রেরী বা পাঠাগার। পাঠাগারকে একটি মহাবিদ্যালয়ের সাথে তুলানা করা যায়। সভ্যতা ও সংস্কৃতির সাথে অতীত ও বর্তমানের সাথে সেতুবন্ধন স্থাপন করে পাঠাগার। অন্ধজনে আলোর দেখা, অজীব প্রানে মনুষ্যত্বের সঞ্চার ঘটাতে পাঠাগারের কোন বিকল্প নাই। তাই শিঘ্রই ছাতক পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের দাবি করেন বক্তারা। 

এসময় তারা পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।

এমএ/বিএ-০৮