খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২০
০৭:৫৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০
০৮:৪১ অপরাহ্ন
ফ্রান্স লিগ ওয়ানে লাল কার্ডময় ম্যাচে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে নেইমারসহ উভয় দলের ৫ খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।
লিগ ওয়ানে পিএসজি আর অলিম্পিক মার্সেইয়ের মধ্যকার ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুদলের সবশেষ লড়াইটি সত্যিকার অর্থেই রূপ নিয়েছিল ‘লড়াই’য়ে। যেখানে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়া পিএসজির তিন আর মার্সেইয়ের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। তাদের মধ্যে রয়েছে নেইমারের নামও। আলভারো গঞ্জালেজের মাথার পেছনে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তবে ম্যাচ শেষে নেইমারের অভিযোগ, তাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন প্রতিপক্ষের ওই ডিফেন্ডার। তিনি এতটাই খেপেছেন যে, আলভারোর মুখে চড় মারতে না পারা নিয়েও আক্ষেপ করছেন!
রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মার্সেইয়ের কাছে ১-০ গোল হারে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগের প্রথম ম্যাচে লেঁসের কাছেও একই ব্যবধানে পরাজিত হয়েছিল পিএসজি। দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য টমাস টুখেলের শিষ্যরা।
এএন/০৩