জগন্নাথপুরে এসআইসহ ৪ জন হোম আইসোলেশনে

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরে এসআইসহ ৪ জন হোম আইসোলেশনে

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনের আইন মানার নির্দেশনা দেওয়া হয়।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন জগন্নাথপুর থানার এসআই অনিক দেব। অপর তিনজন পৌরসভার বাসুদেববাড়ির বাসিন্দা। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন। আর আক্রান্ত ১৬ জন হোম আইসোলেশনে আছেন।

 

এএ/আরআর-০৩