জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জামালগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০১:৫৫ পূর্বাহ্ন



জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুক্তার হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম কালীপুর গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, ওইদিন রাত ১০টায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে মুক্তার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যান। পরবর্তীতে রাত গভীর হওয়ায় তিনি বাড়িতে না আসায় বাড়ির লোকজন খুঁজতে গিয়ে দেখেন পুকুরের পাড়ে মুক্তারের জুতো পড়ে আছে। টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুর থেকে তুলে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, 'এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

 

বিআর/আরআর-০৮