জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট নিরসনে সড়কের উপর থেকে অবৈধ টমটম, অটোরিকশা, লেগুনার স্ট্যান্ড এবং বাসষ্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের দাবি উঠেছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাপতি (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বিপংকর সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামী , উপজেলা আবাসিক (বিদ্যুৎ) সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাভেল, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম, জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম প্রমুখ।
সভায় জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসনে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম গাড়ির স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর করতে জায়গা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, শহরের যানজট নিরসনে আমরা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, 'শহরের প্রাণকেন্দ্রগুলোতে বাস, অটোরিকশা, টমটম এলোমেলোভাবে ছড়িয়ে থাকায় নাগরিকরা চরম দুর্ভোগে আছেন। তাই এসব স্ট্যান্ড শহরের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি দ্রুততার সহিত তা কার্যকর করা হবে।'
এএ/আরআর-০৯