সুনামগঞ্জে মদ, রিয়াল ও রুপিসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৫, ২০২০
১১:৫০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০
১১:৫০ অপরাহ্ন



সুনামগঞ্জে মদ, রিয়াল ও রুপিসহ যুবক আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ, সৌদি রিয়াল, মালদ্বীপের রুপি ও বাংলাদেশি টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বিল্লাল হোসাইন (২৪)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর থানার রংচি গ্রামের মো. মুনজুরুল হকের ছেলে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মাটিরাবন বিওপির হাবিলদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গতকাল সোমবার সীমান্তের মেইন পিলার ১১৯০ এর নিকট ধর্মপাশা উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার নামক স্থান থেকে ১৭ বোতল ভারতীয় মদ, ১৬ রিয়াল, ২০ রুপি ও ৩০০ টাকা এবং ১টি মোবাইলসহ বিল্লালকে আটক করে। 

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এএইচ/আরআর-০৫