জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং একই সঙ্গে আক্রান্তদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনের আইন মানার নির্দেশ দেওয়া হয়।
নতুন আক্রান্ত দুইজন জগন্নাথপুর পৌরসভার কেশবপুরের বাসিন্দা বলে জানা গেছে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জানান, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬১ জন। তাদের মধ্যে নতুন ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৪২ জন। এখনও আক্রান্ত ১৯ জন হোম আইসোলেশনে আছেন।
এএ/আরআর-০৬