খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২০
০৫:৪১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
০৫:৪১ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২১ দিন পর করোনামুক্ত হলেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি প্রার্থী আসলাম আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা টেস্টে নেগেটিভ হওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি আক্রান্তদের সাহস না হারানোর পরামর্শ দেন।
ভিক্টোরিয়া স্পোর্টিংয়ে ১৯৭৭ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা আসলামের সোনালি সময় কেটেছে আবাহনীতে। ১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত আবাহনীর হয়ে খেলা এই স্ট্রাইকার মাঝে একটা মৌসুম (১৯৯২-৯৩) খেলেন প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ে।
জাতীয় দল, লাল দল ও বাফুফে একাদশের হয়ে ২৮টি আন্তর্জাতিক গোল করা আসলাম ২০০০ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। গত অগাস্টের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এএন/০১