তাহিরপুর, প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২০
১১:১০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
১১:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা 'মুসলিম ছাদাকাহ' কর্তৃক হাওরপাড়ের ১২টি গ্রামের ৭০টি হতদরিদ্র কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারের মাঝে ১টি করে মাছ ধরার নৌকা বিতরণ করা হয়েছে।
মুসলিম সাদাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সৈয়দ শামসুজ্জামানের পক্ষে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হযরত শাহজালাল (র.) জামেয়া আরাবিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে এ সকল নৌকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল (র.) জামেয়া আরাবিয়া সিনিয়র মাদরাসার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামান, মাওলানা শাহজাহান, মাওলানা আব্দুল হান্নান, বাবুল আহমেদ, শাহজাহান কবির, মাওলানা শহিদুর রহমান, শাহিন আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হতদরিদ্র ৭০টি পরিবারের লোকজন নৌকা পেয়ে হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ বাজার ও মৎস্য আহরণের কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন। উচ্ছ্বসিত এসব পরিবারের লোকজন জানান, নৌকা পেয়ে তারা উপকৃত হয়েছেন। এটি তাদের জন্য অনেক বড় পাওয়া।
এএইচ/আরআর-০২