চুনারুঘাট সংবাদদাতা
সেপ্টেম্বর ১৬, ২০২০
১২:১৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০
১২:১৫ অপরাহ্ন
শেখ নাজমুল হক
হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে একটি বিশ্বস্ত সূত্র জানায়, ওসি শেখ নাজমুল হক আজমিরীগঞ্জ থানায় দায়িত্বে থাকাকালীন সময়ের একটি মামলা সংক্রান্ত ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া চুনারুঘাটে দায়িত্বে থাকাকালীন সময়েও নানা অভিযোগ উঠেছিল এই ওসি'র বিরুদ্ধে।
এসডি/আরআর-০৪