হাওরের পর্যটন বিকাশে জেলা প্রশাসকের একগুচ্ছ প্রস্তাব

সুনামগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন



হাওরের পর্যটন বিকাশে জেলা প্রশাসকের একগুচ্ছ প্রস্তাব

জীববৈচিত্রের অনন্য আধার পর্যটন সম্ভাবনার হাওরাঞ্চলে পর্যটন খাত বিকাশের জন্য সুনামগঞ্জে ট্যুরিজম বোর্ডের অফিস স্থাপন, ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা চালু, হোটেল-মোটেল-কটেজ নির্মাণসহ পর্যটনখাত বিকাশের উপযোগী একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাওরাঞ্চলে পর্যটন বিকাশের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। হাওরে থেকেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন।

জেলা প্রশাসকের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- সুনামগঞ্জ জেলায় ট্যুরিজম বোর্ডের অফিস স্থাপন, টুরিস্ট গাইড তৈরিতে স্থানীয় যুবক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান, জেলার পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ নিয়োগ, টেকেরঘাট, শহিদ সিরাজ লেক, বড়গোপটিলায় পর্যটকদের জন্য হোটেল-মোটেল নির্মাণ, হাওরে পর্যটন বিকাশের জন্য অভ্যন্তরীন নৌ যোগাযোগ বৃদ্ধি, নৌপথে যাত্রী ও পর্যটকদের জন্য বোটেল নির্মাণ, হাওরের প্রাণ-প্রকৃতি বিবেচনায় ইকোট্যুরিজমভিত্তিক প্রকল্প গ্রহণ, আন্তর্জাতিক রামসার সাইট খ্যাত ও পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট টাংগুয়ার হাওরের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, টাংগুয়ার হাওরে ইঞ্জিনচালিত বোট চলাচল সীমিত করে বিকল্প নৌযানের ব্যবস্থা গ্রহণ, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলা, ডলুরা, টেকেরঘাট ও মহিষখলার শহীদ স্মৃতিসৌধ এলাকায় পর্যটনবান্ধব কর্মসূচি গ্রহণ।

ভিডিও কনফারেন্সে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে সরেজমিনে এসব স্থান পরিদর্শনের আহ্বান জানান।

এছাড়াও পর্যটন বিকাশের জন্য জেলার ৪ জন প্রধানতম কবির জন্মস্থানে গমণের জন্য সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা সহজিকরণ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সমন্বয়ে প্রকল্প গ্রহণ, জেলার বিভিন্ন স্থানে বোট ল্যান্ডিং স্টেশন নির্মাণ, বড়গোপটিলায় পর্যটন শিল্প আকর্ষণের জন্য রোপওয়ে নির্মাণ এবং সীমান্ত নদী যাদুকাটার তীর রক্ষায় প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন জেলা প্রশাসক।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক হাওরের পর্যটন বিকাশে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পরিকল্পিত প্রস্তাব উপস্থাপনার জন্য সাধুবাদ জানান।

 

এসএস/আরআর-১০