খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
১২:২৫ পূর্বাহ্ন
লিওনেল মেসির জোড়া গোলে প্রস্তুতি ম্যাচে জিরোনাকে ৩-১ গোলে হারাল বার্সেলোনা। বার্সার অপর গোলটি করেন বায়ার্ন থেকে দলে ফেরা ব্রাজিলিয়ান তারকা কোতিনহো। জিরোনার একমাত্র গোলটি করেন স্যামুয়েল।
বুধবার রাতে লা লিগার এই প্রস্তুতি ম্যাচ তেমন আগ্রহ ছিল না দর্শকদের। তবে মেসির জন্য তো ম্যাচটা ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। বার্সা ছাড়ার সিদ্ধান্ত পাল্টে থেকে যাওয়া দলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের সেরা আকর্ষণ ছিল মেসির ডান পায়ে করা চোখে লেগে থাকার মতো গোলটি। বার্সায় থাকার সিদ্ধান্ত নেওয়ার পর এটি মেসির প্রথম গোল। সবাই তাঁকে বাঁ পায়ের ফুটবলার বললেও ডান পায়েও যে এমন শট নিতে পারেন গত রাতে তা দেখালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এএন/০২