সামাজিক দূরত্বের ম্যাচে ৩৭ গোল হজম!

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন



সামাজিক দূরত্বের ম্যাচে ৩৭ গোল হজম!

করোনা আক্রান্ত হওয়ার বয়ে সামাজিক দূরত্ব রেখে ফুটবল খেলে ৩৭ গোল হজম করেছে জার্মানীর একটি ক্লাব। প্রতিপক্ষ দলে করোনা আক্রান্ত খেলোয়াড় থাকতে পারে এমন সন্দেহে পূর্বনির্ধারিত ম্যাচটি স্থগিতের আবেদন করছিল দলটি। কিন্তু আয়োজকরা তাদের আবেদন আমলে না নেওয়ায় বাধ্য হয়ে তারা মাঠে সামাজিক দূরত্ব রেখে ফুটবল খেলে। প্রতিপক্ষের খেলোয়াড়েরর স্পর্শ লাগার ভয়ে তারা গোল করতেও বাধা দেয়নি।

অবিশ্বাস্য এই ঘটনাই ঘটেছে জার্মান ফুটবলের ১১তম স্তরে। লোয়ার স্যাক্সনি ক্রেইসলিগায় দুই অপেশাদার দল এসজি রিপডর্ফ ও এসভি হোল্ডস্টেডেনের মুখোমুখি হয়েছিল। রিপডর্ফ সভাপতি প্যাট্রিক রিস্তো অভিযোগ করেন, হোল্ডস্টেডেনের আগের ম্যাচে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে এসেছেন ক্লাবটির এক খেলোয়াড়। এরপর খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করায় হোল্ডস্টেডেন। সবারই ‘নেগেটিভ’ ফল আসে। 

কিন্তু রিপডর্ফের খেলোয়াড়েরা তাতেও নিশ্চিন্ত হতে পারেননি। সাবধানতা হিসেবে ১৪ দিনের ‘কোয়ারেন্টিন’ মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হোল্ডস্টেডেনের খেলোয়াড়েরা মাঠে নামবেন, আর তাদের বিপক্ষে খেলাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেনি রিপডর্ফ।

ম্যাচটা আপাতত মুলতবি রাখার দাবি জানালেও স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দাবি আমলে নেয়নি। সাবধানতা হিসেবে হোল্ডস্টেডেন একাদশ বদলে মাঠে নেমেছিল। তবু নিশ্চিন্ত হতে পারেনি রিপডর্ফের খেলোয়াড়েরা। তারপরও তারা জরিমানা এড়াতে মাঠে নামে। রিপডর্ফের সামনে মাঠে নামা বা বড় অঙ্কের জরিমানা গোনোর বিকল্প কোন পথ ছিলনা। এই অবস্থায় বাধ্য হয়ে মাঠে নেমে ৩৭ গোল হজম করে রিপডর্ফ।

আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ২০০২ সালের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি ৩১-০ গোলে হারিয়েছিল আমেরিকান স্যামোয়াকে। 

এএন/০৪