আইনি লড়াইয়ে যাচ্ছেন বার্সার বরখাস্ত কোচ সেতিয়েন

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:২৬ অপরাহ্ন



আইনি লড়াইয়ে যাচ্ছেন বার্সার বরখাস্ত কোচ সেতিয়েন

নিজের প্রাপ্য আদায়ে আইনি লড়াইয়ে যাচ্ছেন বার্সেলোনার বরখাস্ত কোচ কিকে সেতিয়েন।   ছাঁটাইয়ের কাগজপত্র ঠিকভাবে বুঝে পেতে মামলা করবেন বলে জানিয়েছেন এ স্প্যানিশ কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর গত ১৭ আগস্ট সেতিয়েনকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় বার্সেলোনা। প্রকাশ্যে জানালেও বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত তাকে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত জানায়নি ক্লাবটি। যে কারণে ঝুলন্ত অবস্থায় আছেন সেতিয়েন। কারণে কাগজে কলমে এখনও দলটির কোচ সেতিয়েনই। অথচ ক্লাবটি পরিচালনা করছেন নতুন কোচ রোনাল্ড কোমান। বিষয়টি ভালো লাগার কোনো কারণও নেই সেতিয়েনের। এক মাসের বেশি সময় ধৈর্যও ধরেছেন। বারবার বিষয়টি সুরাহা করার অনুরোধ করলেও তার দাবি এক অর্থে আমলেই নিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। বাধ্য হয়েই মামলা করতে যাচ্ছেন তিনি।

সেতিয়েন মনে করেন, ‘ব্যাপারটি এটাই স্পষ্ট প্রমাণ করে যে, বোর্ড ১৪ জানুয়ারি ২০২০ পর্যন্ত স্বাক্ষরিত কর্মসংস্থান চুক্তি পূরণ করতে চাইছে না বোর্ড। আমার ক্ষেত্রে, ক্লাব এবং প্রেসিডেন্ট প্রকাশ্যে ১৭ আগস্ট আমার বরখাস্ত ঘোষণা করেছিলেন। তবে গতকাল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যা প্রায় এক মাস হয়ে গেছে, আমার বিষয়ে কোনো নিষ্পত্তি না করে ঘোষণাটি দিয়েছে।’

মামলার কথা জানিয়ে বলেছেন, ‘কোচিংয়ের বাকী কর্মীদের সঙ্গে বলা হয়েছিল - যেটা অবাক করে দেওয়ার মতো বিষয় - তাদের ক্লাবে 'অন্য পদে স্থানান্তরিত' হতে পারে জানিয়ে ছিল। উপরোক্ত সমস্ত বিষয়গুলি বিবেচনা করে আমরা আমাদের আইনজীবিদের হাতে চুক্তির সমাধান করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। যে কারণে সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সময়ে বার্সেলোনার সঙ্গে যে চুক্তি হয়েছিল তা রক্ষার লক্ষ্য নিয়ে এবং আমাদের অধিকার রক্ষার জন্য এটি করছি।’

এএন/০৪