খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৬:৩৩ অপরাহ্ন
ফরাসি লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচেই হারলেও তৃতীয় ম্যাচে জয় পেল প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। নেইমার বিহীন জায়ান্ট ক্লাবটি তৃতীয় ম্যাচে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে মেটজকে।
এ ম্যাচে ড্র প্রায় করেই ফেলেছিল প্রতিপক্ষ মেটজ। কিন্তু ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) জুলিয়ান ড্রাক্সলারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। চলতি মৌসুমে এটাই তাদের প্রথম গোল। নতুন মৌসুমে প্রথম গোল করতে ২৭৩ মিনিট সময় নিয়ে রেকর্ড গড়ল ফরাসি চ্যাম্পিয়নরা।
১৯৮৪-৮৫ সালের পর এই প্রথম ফরাসি লিগের প্রথম দুই ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ২০১০ সালের পর এখনো পর্যন্ত লিগে টানা তিন ম্যাচ হারেনি তারা।
পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ৬৫তম মিনিটে আবদু ডায়ালো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় কোচ টমাস টাচেলের দল।
এএন/০৫