সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২০
০৭:১৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
০৭:১৩ অপরাহ্ন
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার সকালে উনাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’
গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন।
বিএ-০৭