শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২০
১০:৩৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০
১০:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সঠিক মূল্যতালিকা না রাখা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের একটি টিম।
এসডি/আরআর-০২