খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০২:১৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বকাপ বাছাইসহ মহাদেশীয় অনেক ফুটবল প্রতিযোগিতা পিছিয়ে গেছে। কভিড-১৯ পরিস্থিতির কারণে সামনে ফুটবলের ঠাসা সূচি। এই সূচি সামলাতে ২০২১ সালের জানুয়ারিতে ইউরোপ বাদে আন্তর্জাতিক ফুটবলের জন্য নতুন উইন্ডো ঘোষণা করেছে ফিফা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই উইন্ডোর অনুমোদন দিয়েছে ফিফা কাউন্সিল। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো চলবে। ইউরোপ বাদে বাকি সব অঞ্চলের দেশগুলো এই সময়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে পারবে। আর অবশ্যই ক্লাবগুলো জাতীয় দলের জন্য ফুটবলারদের ছাড়তে বাধ্য থাকবে।
ফিফা আরও নিশ্চিত করেছে, আগামী বছরের ১০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে কনকাকাফ গোল্ডকাপ। আর ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফ্রিকা কাপ অব নেশন্স। বৈশ্বিক মহামারির কারণে এই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেটা অনুষ্ঠিত হবে ২০২২ সালের জানুয়ারিতে।
এএন/০৭