সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২০
০৮:০০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
১০:৩৪ অপরাহ্ন
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে এ বছর তিনটি বয়সভিত্তিক প্রতিযোগিতা মাঠে গড়ানোর অপেক্ষায় ছিল। কিন্তু সব প্রতিযোগিতাই মহামারি করোনাভাইরাসের বিপজ্জনক পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে।
গতকাল শুক্রবার সাফের এক বৈঠকে প্রতিযোগিতাগুলো বাতিলের সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল মাধ্যমে হয় এ বৈঠক।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
বাতিল হওয়া তিনটি প্রতিযোগিতা হলো ছেলেদের অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ, মেয়েদের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলছিলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে কোনো দেশই এই মুহূর্তে খেলতে আগ্রহী নয়। বাস্তবে এই মুহূর্তে তা আয়োজন করাও সম্ভব নয়। সবমিলিয়ে সবার সম্মতিতে বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে।’
বাতিল হওয়া তিনটি প্রতিযোগিতা পরবর্তীতে কবে হবে, এ বিষয়টি আপাতত অনিশ্চিত। কারণ, এসব প্রতিযোগিতার জন্য ফান্ডের ব্যবস্থা করে ফিফা ও এএফসি।
সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘এই প্রতিযোগিতাগুলো ফিফা ও এএফসির কিছু প্রোগ্রাম সংশ্লিষ্ট। তারা এটার ফান্ডিং করে। তাদের ওই ফান্ডও ছিল ২০২০ সালের জন্য। নতুন বছরে যদি তারা ফান্ড দেয়, তাহলে আয়োজন করবো।’
এর আগে দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলোর জাতীয় দল নিয়ে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আসরও স্থগিত হয়ে যায়। আগামী বছর এ আসর হতে পারে। তবে নির্ধারিত হয়নি দিনক্ষণ।
‘সাফ চ্যাম্পিয়নশিপের মূল আসর যেহেতু আগামী বছর হবে। আমাদের হাতে সময় আছে এখনও। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিযোগিতাটি কখন আয়োজন করা যায়।’
এএন/০১